একাত্তরের একদল দুষ্টু ছেলে
Book Name: একাত্তরের একদল দুষ্টু ছেলে(Akatorer ekdol dosto chele)
Author: আনিসুল হক
Description:
আনিসুল হক এই কিশোর উপন্যাসটি লিখেছেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। যুদ্ধ ব্যাপক একটি জিনিস। যুদ্ধে জয়ি হতে হলে সবাইকে একসাথে কাজ করতে হয়। আমাদের মুক্তিযুদ্ধে ছোট ছোট ছেলে-মেয়েদের যথেষ্ট অবদান আছে। সেই সব কথাই আনিসুল হক লিখেছেন তার একাত্তরের একদল দুষ্টু ছেলে উপন্যাসটিতে। যুদ্ধ এমন একটি ভয়াবহ জিনিস সবকিছু ওলট পালট করে দেয়। এই উপন্যাসটিতেও তাই দেখানো হয়েছে। যুদ্ধের সময়টাতে দেখা গেছে ছোট ছোট ছেলে-মেয়েরা হঠাৎ বড় হয়ে গেছে। অনেকে অনেক কঠিন কঠিন দায়িত্ব পালন করেছে সেই সময়। যুদ্ধের সময় এই ছেলে-মেয়েরাই খবর আদান-প্রদানের প্রধান মাধ্যম ছিল। তারা একরকম গোয়েন্দা হিসাবে কাজ করতো। মুক্তিযোদ্ধাদের কাছে গোলা-বারুদ, অস্ত্র-সস্ত্র এসব পৌছে দেওয়ার জন্য অনেক ছেলেকে হত্যা করে পাকিস্থানিরা। অনেক ছেলের হাত কেটে নেয় রাজাকাররা। মুক্তিযুদ্ধের দিনগুলোতে সেই সময়ের সামাজিক অবস্থা কেমন ছিল তা অদ্ভুত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কিশোর বয়সের ছেলেরা যেমন হয় তেমনি দেখিয়েছেন আনিসুল হক তার এই বইটিতে। ঐ বয়সে ছেলেরা হয় দূরন্ত,দূর্বার। তাদের চোখে থাকে হাজারো স্বপ্ন। পল্টুমামাকে মুক্ত করার জন্য দুষ্টু ছেলের দল আক্রমণ করে মিলিটারিদের এবং পল্টুমামাকে মুক্ত করে। খুব ভাল লেগেছে এই জায়গাটি। আপনজনকে হাড়ানোর কষ্ট, হাহাকার খুব ভাল করে ফুটে উঠেছে উপন্যাসটিতে। ছোট ছোট শিশু-কিশোরদের এই বইটি পড়া উচিত। তাহলেই তারা বুঝতে পারবে মুক্তিযুদ্ধের সময় তাদের মত বয়সের ছেলেরা দেশের জন্য জান বাজি রেখেছিল।
Download This book:
Download free
0 Comments