Book Name: জেনারেল ও নারীরা লেখক (General o narira)

Author: আনিসুল হক


Description:

 জেনারেল ইয়াহিয়া খান। বিশ্ব রাজনীতির ইতিহাসে কুখ্যাত সামরিক শাসকদের মধ্যে অন্যতম একজন। ১৯৭১ সালে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে নৃশংস গণহত্যা'র অন্যতম হোতা এই মানুষটার ব্যক্তিগত জীবন ও মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা উঠে এসেছে জেনারেল ও নারীরা বইটাতে। পিণ্ডি'র রাষ্ট্রপতি ভবন। যার আরেক নাম রাষ্ট্রপতিতালয়। হাস্যকর শোনাচ্ছে? হ্যাঁ, এই নামেই এই স্থানটার পরিচয় দেয়া হতো ইয়াহিয়া'র আমলে। তিনি অতিমাত্রায় নারীলিপ্সু ছিলেন। রাষ্ট্রপতিতালয়ে পতিতা থেকে শুরু করে সমাজের উচ্চ পর্যায়ের বিভিন্ন নারীর অবাধ যাতায়াত ছিলো সেই সময়ে। সবার উদ্দেশ্য একটাই। পতিত ও উচ্চাভিলাষী রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়াকে অনৈতিক যৌন সুবিধা দিয়ে নিজেদের আখের গোছানো। আর সেই সাথে যেখানে সমানতালে বয়ে চলে রকমারি স্বাদ ও রঙের মদের নহর। আকলিম ওরফে জেনারেল রানী। ইয়াহিয়া'র রাষ্ট্রপতিতালয়ের প্রধান মক্ষীরানি। দোর্দণ্ডপ্রতাপশালী এই মহিলা ইয়াহিয়াকে চালাতেন হাতের পুতুলের মতো। স্বামী পরিত্যক্তা এই মহিলা পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি'র সাথে কতোটা ঘনিষ্ঠ, তা বেশ খোলাখুলি ভাবেই বর্ণনা করা হয়েছে এই বইয়ে। শুধু আকলিমই না, উঠে এসেছে গায়িকা নূরজাহান ও বাঙালি পুলিশ কর্মকর্তার স্ত্রী শামীমের কথাও। এঁদের প্রত্যেককেই জেনারেল ইয়াহিয়া ব্যবহার করেছেন নিজের বিকৃত যৌন চাহিদা চরিতার্থ করার জন্য। ১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও ইয়াহিয়া'র সরকার গড়িমসি করতে থাকে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। ২৫ শে মার্চের কালরাতে কাপুরুষের মতো ঢাকা'র বাঙালিদের ওপর লেলিয়ে দেয়া হয় পাকিস্তানি সেনাবাহিনী। দীর্ঘকাল ধরে অত্যাচারিত বাঙালি জাতি ততোদিনে সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। রুখে দাঁড়ায় তারা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, যেখানে বাঙালি পাশে পায় ভারতকে আর পাকিস্তানিরা সমর্থিত হয় আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আর কিসিঞ্জার দ্বারা। আর সেই সময়েও থেমে থাকেনি দানব ইয়াহিয়া'র মদের সমুদ্রে গোসল আর অসংখ্য নারীসঙ্গ। প্রবল অস্থির এই সময়ের গল্প লেখক আনিসুল হক তুলে এনেছেন দারুন নৈপুণ্যের সাথে। ইয়াহিয়া'র চারিত্রিক দিক, তার আশেপাশের মোসাহেবদের আচার আচরণ, বঙ্গবন্ধু'র বজ্রকঠিন ব্যক্তিত্ব আর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ের অনেকটাই বর্ণিত হয়েছে আক্ষরিকতার স্বমহিমায়। শুধু একজন স্বেচ্ছাচারী ও মানসিক ভাবে অসুস্থ জেনারেলের গল্প বলে এটাকে ভাবলে ভুল করা হবে। বরং এই গল্প একটা অত্যাচারিত জাতির মাথা তুলে দাঁড়ানোর গল্প। এই গল্প বাঙালি'র গল্প। আর এই গল্প সদ্য জন্ম নেয়া বাংলাদেশের গল্প, যার বীজ রোপিত হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'র হাতে। জেনারেল ও নারীরা বইটাতে মানব মানবী'র প্রেমের বর্ণনা দেয়া আছে বেশ খোলামেলা ভাবেই। তবে কাহিনি'র প্রয়োজনে এটাকে বাহুল্য বলে একদমই মনে হয়নি। একাধিক বিশ্বস্ত সূত্র এই বইয়ে দেয়া তথ্য গুলো নানা ভাবে নিশ্চিত করেছে। এটা বইটাকে একটা জলজ্যান্ত দলিল বললেও বোধহয় ভুল হবেনা। বরেণ্য লেখক আনিসুল হকের লেখনী নিয়ে আলাদা করে বলার আসলে কিছু নেই। ঐতিহাসিক উপন্যাস রচনায় যে তিনি সিদ্ধহস্ত, তা আগেই প্রমাণ করেছেন। জেনারেল ও নারীরা-ও এর ব্যতিক্রম না। প্রচ্ছদটা মোটামুটি ভালো লেগেছে। আগ্রহী পাঠকরা বইটা পড়ে দেখতে পারেন। অন্ধকার চরিত্রের একজন মানুষের আত্মার অভ্যন্তরের অন্ধকারের দেখা পেয়ে যাবেন। আর সেই সাথে বাংলাদেশের ইতিহাসেরও দেখা পাবেন।

Download This book:


Download free